জমকালো আয়োজনে উন্মোচিত হলো এনসিএল টি–২০ লোগো ।
বাংলাদেশের ঘরোয়া টি–২০ ক্রিকেটকে নতুন মাত্রা দিতে আবারও শুরু হয়েছে এনসিএল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ – ২৬ সিজন।
গত ৮ সেপ্টেম্বর, সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিন্ন আঙ্গিকে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ওয়ালটন হাই – টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ রবিউল ইসলাম (মিলটন)। অন্যান্যদের মধ্যে ছিলেন ন্যাশনাল চীফ সিলেক্টর গাজী আশরাফ লিপু, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, আব্দুর রাজ্জাক্সহ অনেকে। লোগো উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত অতিথি ও ক্রিকেটপ্রেমীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।